Skip to main content

Posts

Showing posts from August 26, 2020

সুনামি কী এবং তা কীভাবে ঘটে?

Image source: DoSomething.org 'সুনামি' একটি জাপানি শব্দ যার অর্থ হচ্ছে 'বন্দরের ঢেউ'। পৃথিবীপৃষ্ঠের নড়াচড়ার ফলে সৃষ্ট বিশাল ঢেউকে সুনামি বলে। উদাহরণস্বরূপ, সমুদ্রে ভূমিকম্প বা অগ্নুৎপাতের ফলে সুনামি ঘটতে পারে।  ভূপৃষ্ঠ 'টেকটনিক প্লেট' নামক খন্ডসমষ্টি দ্বারা গঠিত। যখন প্লেটগুলো একটি অপরটিকে এমনভাবে ধাক্কা দেয় যে, কোনো একটি প্লেট পিছলে যায় বা ভেঙ্গে যায়, তখনই ভূমিকম্প ঘটে। পরস্পর এই ধাক্কাধাক্কির সময় প্লেটগুলো অনেক বেশি নড়াচড়া করতে সক্ষম।  ভূমিকম্প ঘটার ফলে একটি বিশাল প্লেট উপরদিকে ধাক্কা দেয় অথবা পাশাপাশি পিছলে যায়। বিশাল প্লেটের এই ধাক্কার ফলে তা উপরের পানিকে সরিয়ে দেয় এবং এই পানি বিশাল ঢেউ হিসেবে আত্মপ্রকাশ করে। যখন সমুদ্রে অগ্নুৎপাত হয় তখনও একই ঘটনা ঘটে। উদগত লাভা পানিকে সরিয়ে দেয় এবং এই পানি বিশাল ঢেউয়ে পরিণত হয়। যখন ভূমিকম্প বা অগ্নুৎপাত বিশাল হয়, তখন এর ফলে সৃষ্ট ঢেউও বিশাল হয়। বড় বড় সুনামিগুলোর সূচনা হয় গভীর সমুদ্রে, যেখানে অনেক পানি অপসারিত হয়। সেই ঢেউ সমুদ্রতটের কাছাকাছি আসতে থাকে, ফলে পানির গভীরতা কমতে থাকে এবং ঢেউও বড় হতে থাকে। একটি ভূমিকম্পের পর যদি প...