Skip to main content

Posts

Showing posts from August 17, 2020

How to translate an article manually

  Image source: developers.google.com For beginners: Open the document or article you want to translate, put the screen in front, keep a pen and a draft book with you. Start reading the article line by line. Read a whole paragraph and translate line by line in your mother tongue. Then translate it to the second language and write it in your draft book. You may translate long, hard sentences into smaller parts to keep it understandable and easy. Keep enough spacing while writing; this will let you correct your writing. Keep going until you finish the whole article. Read your draft translation and correct your mistakes. Read out loud the translated text into your transcriber app or google voice typing. Correct the mistakes in the transcribed text. Publish. Shortcut for practicers: 3. Translate it to the second language in your mind and read out loud the translation into your transcriber app or google voice typing. 4. Correct the mistakes in the transcribed text. 5. Publish.

মালয়েশিয়ায় টেলিভিশনে সরকারের বিরুদ্ধে নিন্দাকারী বাংলাদেশী অভিবাসী আটক

  Image source: britannica.com কুয়ালালামপুরে শত শত অবৈধ বাংলাদেশী অভিবাসী আটক মালয়েশিয়া কর্তৃপক্ষ একজন বাংলাদেশীকে আটক করেছে, যিনি টেলিভিশনে বর্তমান করোনা পরিস্থিতিতে অবৈধ অভিবাসীদের প্রতি সরকারের আচরণের নিন্দা জ্ঞাপন করেন। আল-জাজিরার একটি ডকুমেন্টারিতে রায়হান কবির বলেন যে, সরকার গ্রেফতার ও আটকের মাধ্যমে অবৈধ বাংলাদেশী শ্রমিকদের উপর অবিচার করেছে। ২৫ বছর বয়সী এই যুবককে এখন ফেরত পাঠানো হবে। বিশ্লেষকরা শত শত অভিবাসীদের এই আটককে অমানবিক বলে অভিহিত করেন। সরকারি কর্মকর্তারা এই পদক্ষেপকে করোনা প্রতিরোধের জন্য জরুরী ছিল বলে জানান।  মানবাধিকার কর্মীদের রিপোর্ট অনুযায়ী আটক ব্যক্তিদের মধ্যে শিশু ও রোহিঙ্গা শরণার্থীরাও রয়েছেন। করোনাকালীন এই লকডাউনের ভেতরেই তাদের আটক করা হয়। 'Locked Up in Malaysia's Lockdown' নামক সেই ডকুমেন্টারিটির কাতারি প্রতিবেদকের তথ্যমতে, পুলিশ সেই ডকুমেন্টারি সম্পর্কে তদন্ত শুরু করেছে। কর্মকর্তা এবং স্থানীয় মিডিয়ার অভিযোগ হলো ডকুমেন্টারিটি ভুল এবং বিভ্রান্তিকর। এরই পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়।  কবিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তার ওয...