Skip to main content

মালয়েশিয়ায় টেলিভিশনে সরকারের বিরুদ্ধে নিন্দাকারী বাংলাদেশী অভিবাসী আটক

 

Image source: britannica.com

কুয়ালালামপুরে শত শত অবৈধ বাংলাদেশী অভিবাসী আটক

মালয়েশিয়া কর্তৃপক্ষ একজন বাংলাদেশীকে আটক করেছে, যিনি টেলিভিশনে বর্তমান করোনা পরিস্থিতিতে অবৈধ অভিবাসীদের প্রতি সরকারের আচরণের নিন্দা জ্ঞাপন করেন।

আল-জাজিরার একটি ডকুমেন্টারিতে রায়হান কবির বলেন যে, সরকার গ্রেফতার ও আটকের মাধ্যমে অবৈধ বাংলাদেশী শ্রমিকদের উপর অবিচার করেছে।

২৫ বছর বয়সী এই যুবককে এখন ফেরত পাঠানো হবে।

বিশ্লেষকরা শত শত অভিবাসীদের এই আটককে অমানবিক বলে অভিহিত করেন। সরকারি কর্মকর্তারা এই পদক্ষেপকে করোনা প্রতিরোধের জন্য জরুরী ছিল বলে জানান। 

মানবাধিকার কর্মীদের রিপোর্ট অনুযায়ী আটক ব্যক্তিদের মধ্যে শিশু ও রোহিঙ্গা শরণার্থীরাও রয়েছেন। করোনাকালীন এই লকডাউনের ভেতরেই তাদের আটক করা হয়।

'Locked Up in Malaysia's Lockdown' নামক সেই ডকুমেন্টারিটির কাতারি প্রতিবেদকের তথ্যমতে, পুলিশ সেই ডকুমেন্টারি সম্পর্কে তদন্ত শুরু করেছে। কর্মকর্তা এবং স্থানীয় মিডিয়ার অভিযোগ হলো ডকুমেন্টারিটি ভুল এবং বিভ্রান্তিকর। এরই পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়। 

কবিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তার ওয়ার্ক পারমিট প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই বাতিল করা হয় এবং শুক্রবারে তাকে গ্রেপ্তার করা হয়।

দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক বলেন, "এই বাংলাদেশী নাগরিককে ফেরত পাঠানো হবে এবং তাকে ব্ল্যাক লিস্টে রাখা হবে যেন কখনো মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে।" তবে তিনি কবিরকে গ্রেফতার করার কোন কারণ উল্লেখ করেননি।

বাংলাদেশী পত্রিকা ডেইলি স্টারের তথ্যমতে, গ্রেপ্তারের আগে কবির সাহেব বলেন, "আমি কোন অপরাধ করিনি, আমি মিথ্যা বলিনি, আমি শুধু অভিবাসীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছি। আমি অভিবাসীদের এবং আমার দেশের সম্মান নিশ্চিত করতে চাই। আমি আশা রাখি সকল অভিবাসী এবং বাংলাদেশ আমার পাশে দাঁড়াবে। 

২১ টি বাংলাদেশি সুশীল সংগঠনের একটি দল কবিরের মুক্তি দাবি করে বলে, "মিডিয়ার সাথে সাক্ষাৎকার কোন অপরাধ নয় এবং রায়হান কবির কোনো অপরাধ করেন নি।"

অন্য একটি বিবৃতিতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের মতে, সরকারের এই কাজ দেশটির অসংখ্য অভিবাসী শ্রমিকদের নিকট এই বার্তা পাঠালো যে, তোমাদের সাথে যত খারাপ আচরণই করা হোক না কেন, যদি মালয়েশিয়ায় থাকতে চাও, কোন প্রতিবাদ করা যাবে না। 

আল-জাজিরার তথ্যমতে, মালয়েশিয়ান পুলিশ সংবাদ মাধ্যমটির স্টাফদের সম্ভাব্য রাষ্ট্রদ্রোহিতা, মানহানি এবং দেশের যোগাযোগ ও মাল্টিমিডিয়া আইন লংঘন করার ব্যাপারে তদন্ত করে দেখবে। এই সংবাদমাধ্যমটি আরো জানায় যে, তারা আপত্তিজনক বার্তা এবং মৃত্যুর হুমকি সহ বিভিন্ন অনলাইন হয়রানির সম্মুখীন হয়েছে।

সম্প্রচারক বলেন যে, এই ব্যাপারটি তাদের কর্মসূচির বিরুদ্ধে আনা অভিযোগ কে তীব্রভাবে খন্ডন করে এবং এটি সাংবাদিকতার পেশাদারিত্ব, গুণমান এবং নিরপেক্ষতা প্রকাশ করে।

অন্যদিকে, একজন মালয়েশিয়ান বিচারক ২৭ জন রোহিঙ্গা শরণার্থীদের অবৈধ অনুপ্রবেশের কারণে বেত্রাঘাতের রায়টি বুধবার প্রত্যাহার করে নেন।  এই ঘটনাটি মানবাধিকার কর্মীদের মধ্যে হইচই ফেলে দেয়।

মালয়েশিয়া শরণার্থীদের স্বীকৃতি দেয় না এবং স্বল্প পারিশ্রমিকে  কর্মরত বিদেশি শ্রমিকদের খুব সন্দেহের চোখে দেখা হয়। কেউ কেউ বিদেশী শ্রমিকদের করোনা ভাইরাস ছড়ানোর জন্য দায়ী করে থাকেন এবং তাদেরকে সরকারের বোঝা হিসেবে আখ্যায়িত করে থাকেন।


Translated from:

https://www.bbc.com/news/world-asia-53537312?intlink_from_url=https%3A%2F%2Fwww.bbc.com%2Fnews%2Ftopics%2Fc77jz3md7grt%2Fbangladesh&link_location=live-reporting-story&fbclid=IwAR391ccanePBkBKHd5-VgXstrTyOEhUQr4vyc4c-JuDVC0SRdf23HqVxlPM


Malaysia arrests Bangladeshi migrant who criticised government on TV

Hundreds of undocumented migrants were arrested in Kuala Lumpur

Malaysian authorities say they have arrested a Bangladeshi man who criticised on television the country's treatment of undocumented migrants during the coronavirus pandemic.

In a documentary on Al Jazeera, Rayhan Kabir said the government discriminated against irregular foreign workers by arresting and jailing them.

The 25-year-old will now be deported.

Critics call the detentions of hundreds of migrants inhumane. Officials say the move was needed to curb the virus.

Those arrested included children and Rohingya refugees, activists say. The detentions were carried out when Malaysia was under lockdown due to Covid-19.

Police launched an investigation into the documentary Locked Up in Malaysia's Lockdown, broadcast on 3 July, following complaints by officials and local media that it was "inaccurate, misleading and unfair", the Qatari broadcaster said.

An arrest warrant was issued for Mr Kabir - whose work permit was revoked after the programme aired - and he was arrested on Friday.

"This Bangladeshi national will be deported and blacklisted from entering Malaysia forever," Immigration Director General Khairul Dzaimee Daud said in a statement, without explaining why Mr Kabir was arrested or whether he was suspected of committing a crime.

Bangladeshi newspaper Daily Star quoted Mr Kabir as saying in a message before his arrest: "I did not commit any crime. I did not lie. I have only talked about discrimination against the migrants. I want the dignity of migrants and my country ensured. I believe all migrants and Bangladesh will stand with me."

A group of 21 Bangladeshi civil society organisations demanded Mr Kabir's release, saying: "An interview with the media is not a crime and Rayhan Kabir did not commit any crime."

In a separate statement, Human Rights Watch said: "The [Malaysian] government's action sends a chilling message to the country's many migrant workers: if you want to stay in Malaysia, don't speak up no matter how badly you have been treated."

Al Jazeera said Malaysian police had announced an investigation of its staff over potential sedition, defamation and violation of the country's Communications and Multimedia Act. It said they were being subjected to "sustained online harassment", including abusive messages and death threats.

The broadcaster said it "strongly refutes" the accusations against the programme and that it "stands by the professionalism, quality and impartiality of its journalism".

In a separate development, a Malaysian judge overturned on Wednesday a decision to cane 27 Rohingya refugees for illegal entry, their lawyer said. The case sparked an outcry from activists.

Malaysia does not recognise refugees and there are high levels of distrust for those who come from abroad, often working as low-paid labourers. Some have accused migrant workers of spreading the coronavirus and being a burden on government resources.


Don't forget to leave a comment below.








Comments

Popular posts from this blog

4 Different techniques to transcribe an audio/video

Transcribing works are boring and monotonous. It feels even more boring if you are typing in a non-Latin complex language (Bangla, Hindi, etc.) because typing in those languages is really tough.  In this post, I am gonna talk about 4 different ways to transcribe an audio. The choice is yours: you may like to use the single most convenient technique for you, or you may use different techniques depending on different situations, or you can use different techniques on different times just to relieve annoyance. The techniques: Upload and transcribe manually: There are some transcribing websites which will let you transcribe easily and conveniently. For example, in oTranscribe or GoTranscriber , you have to first upload the audio or video file, then you can start typing on the web writer. The website will let you use different shortcuts to slow and fasten the playback speed, pause, insert timestamp, etc. Thus, you don't have to move your hand from your keyboard. A nice way to transcrib

3 reasons why you should use cloud storage

Image source: comparitech.com What is cloud storage? Cloud storage is an online service that allows you to store your data (documents, pictures, music, etc.) in an ex-situ online server. The cloud service provider has the full responsibility to keep your data safe.  Some cloud storage services: Google Drive, Dropbox, OneDrive, etc. Storage is an important hardware for our digital devices: pc, laptop, smartphone, etc. Every one of these devices has a built-in storage. Now the question is: despite having a nice, working, built-in offline storage in your device, why do you need to use another online storage? Here are 3 reasons why everyone should have a cloud storage account You don't know when an accident may happen. Suppose you are sitting beside a window in a public bus. You are talking with your best friend over a call. Suddenly, .................  your phone slipped off your fist. You started shouting to stop the bus. You got off the bus, then found your loving smartphone broken.

5 Lessons from my first business

My first business project was very simple: I bought a pile of A4 pages, then sold at 10 pages/5 BDT rate. Although it was a very small business that lasted for a very small amount of time (roughly 1 month maybe), I learned a lot from that. I am making a list of which I've learned from the business. 1. Observe your surroundings: A great business opportunity might be just near you, but you are not aware of it. 2. Keep the product source stable , or you will lose the business. So, make sure the supply is continuous, not interrupted 3. Market and promote your product/service. Use nice banners, posters, and brochures. Attach the posters in the right places, and supply the brochures to the right people. 4. Don't reveal your special product's source to anybody else , or your monopolistic business will be hampered. 5. If the source is cut off or lost, remove your posters and banners. Because you will achieve a bad impression if you cannot supply your products to your customers w